এসো হে নারী
তোমাতে অবগাহন করি
নিমগ্ন হব তব মাঝে
আপন অস্তিত্বের সন্ধানে।
সমুদ্র বিহারী ক্লান্ত প্রাণ
আমি তোমার কোমল মাটিতে
মিশে যেতে চাই আমার আমিতে
র্কষনে র্বষনে সিক্ত তোমার উত্ত্ত ভূমি
আশ্রয় দাও করুনা করে
আগামীর আমিকে।
Subscribe to:
Post Comments (Atom)
0 মন্তব্য
Post a Comment