এসো হে নারী
তোমাতে অবগাহন করি
নিমগ্ন হব তব মাঝে
আপন অস্তিত্বের সন্ধানে।
সমুদ্র বিহারী ক্লান্ত প্রাণ
আমি তোমার কোমল মাটিতে
মিশে যেতে চাই আমার আমিতে
র্কষনে র্বষনে সিক্ত তোমার উত্ত্ত ভূমি
আশ্রয় দাও করুনা করে
আগামীর আমিকে।
ফেলে আসা শৈশব:
প্রিয় খেলা ছিল সাতচাড়া। আরও খেলতাম দাড়িয়াবান্ধা, গোল্লাছুট,বৌছি,
কানামাছি,কুতকুত ইত্যাদি। আর হ্যাঁ বৃষ্টি এলেই ফুটবল নিয়ে ডাইরেক্ট চলে যে...
4 weeks ago
0 মন্তব্য
Post a Comment