এখন সন্ধ্যা,
দিগন্তের শেষ আলো মিলিয়াছে আধারে
কুয়াশার চাদর জড়িয়ে গায়
রুক্ষ বসুধা মাখিছে শিশির আপন মমতায়
করিতে শিতল বিবস্ত্র হিয়ারে
এমনো দিনে বসিয়া নিভৃত গৃহ কোনে
যেন কার শাড়ির আচল পড়িতেছে মনে
আপন হৃদয়উষ্ণতার উৎস সন্ধানে
কাহারে?
কেউ নয় ! কেউ নয় ! শুধু তোমারে
সে কোন অসীম সুদুরে বসি তুমি
আধো আলো ছায়া ঢাকা নমনীয় স্বপ্নভূমি
হেথা নিসঙ্গ নিরালায় চক্রেপিষ্ঠ বেদনায়
নিষিদ্ধ স্বপ্ন পতনের দিন গুনি
স্বপ্নকে মুঠিতে ধরে তোমাকে আপন করে
নতুন দিনের অনাগত যুগল স্বপ্ন বুনি
কোন এক জোসনাস্নাত বৃষ্টির রাতে তুমি আর আমি
প্রায় সাড়ে বেয়াল্লিশ বছর বয়সে এসে মানুষ জমি কিনে, ফ্ল্যাট বুকিং দেয়, গাড়ির
ইন্সটলমেন্ট দেয়, দুইতিনটা এফডিআর ফিক্সড ডিপোজিট করে, হার্টে রিঙ বসায়, একটা
বা ...
4 months ago
0 মন্তব্য
Post a Comment