আজ উথলি উঠেছে প্রাণ না জানি
কোন অচেনা সুরের টানে-
আদরে মরিতে।
সকল বাধা দুপায়ে দলিয়া
ব্যাকুলিছে হিয়া তোমাপানে-
বক্ষে জড়িতে।
ওরে কেমনে রূধিব সে প্রানের আকুতি
যে প্রাণ সপেছি তোমার করে।
পতঙ্গ জানে মরিবে পুড়িয়া
তবুও লাফিয়ে পড়ে-
অগ্নী ভূমিতে।
পতঙ্গপ্রায় হৃদয় মোর
পুড়িছে তোমার তরে-
অধর চুমিতে।
পতঙ্গের সুখ মরনেই
সে যে ছুয়েছে অগ্নী-
কাছে এসে।
আমি চাই তুমি মোরে
জড়িয়ে রাখো বুকে-
ভালোবেসে।
প্রানের এ আকুতি মিনতি রূপে
পাঠালাম তোমার তরে-
হাওয়ার চিঠিতে।
কিছু চাইনা আর, শুধু
তোমার ক্ষীণ পরশ দাও মোরে-
বাসনা মিটিতে।
ফেলে আসা শৈশব:
প্রিয় খেলা ছিল সাতচাড়া। আরও খেলতাম দাড়িয়াবান্ধা, গোল্লাছুট,বৌছি,
কানামাছি,কুতকুত ইত্যাদি। আর হ্যাঁ বৃষ্টি এলেই ফুটবল নিয়ে ডাইরেক্ট চলে যে...
4 weeks ago
0 মন্তব্য
Post a Comment