আমি এসেছিলাম

Posted by মুক্তমানস | 1:25 AM | | 0 মন্তব্য »


বহুদুর দিগন্তের পথ বেয়ে এসেছিলাম
আমি যবে এসেছিলাম তোমার ধরনীতে
পথক্লান্ত পথিকের মত পলকে ধরা দিতে
আমি এসেছিলাম আপন হয়ে আপন করে নিতে
ছিন্নবস্ত্রে উষ্ণতা খুজে শুন্যে বাহু তুলেছিলাম
আমি এসেছিলাম।
তীব্র মধুর চীৎকারে অজানা কোন স্বরে
আমি চাঁদকে, রাতকে, নির্ঘম পেঁচাকে বলেছিলাম
আমার আগমন বার্তা। আমি এসেছিলাম।
দু-চোখ জুড়ে শুন্য দৃষ্টি নিয়ে ব্যাকুল হয়ে
আমি বারে বারে না জেনে প্রতিবারে
একটি মুগ্ধদৃষ্টি চোখকে খুজেছিলাম
আমি এসেছিলাম।
বোধহীন এক বোধ নিয়ে অধীর হয়ে
স্বরহীন এক স্বরের প্রতিক্ষায়

বিস্তারিত পড়ুন...


প্রিয়তমা আমার
তেমার শেষ চিঠিতে
তুমি লিখেছ;
“মাথা আমার ব্যথায় টন্ টন্ করছে
দিশেহারা আমার হৃদয়”।

তুমি লিখেছ;
“যদি ওরা তেমাকে ফাঁসী দেয়
তেমাকে যদি হারাই
আমি বাঁচব না”।

তুমি বেঁচে থাকবে প্রিয়তমা বধু আমার
আমার স্মৃতি কালো ধোঁয়ার মত হাওয়ায় মিলিয়ে যাবে
তুমি বেঁচে থাকবে, আমার হৃদয়ের রক্তকেশী ভগিনী,
বিংশ শতাব্দীতে
মানুষের শোকের আয়ূ
বড় জোর এক বছর।

মৃত্যু..
দড়ির এক প্রান্তে দোদুল্যমান শবদেহ
আমার কাম্য নয় সেই মৃত্যু।
কিন্তু প্রিয়তমা আমার, তুমি জেনো
জল্লাদের লোমশ হাত
যদি আমার গলায়
ফাঁসীর দড়ি পরায়
নাজিমের নীল চোখে
ওরা বৃথাই খুঁজে ফিরবে ভয়।

অন্তিম ঊষার অস্ফুট আলোয়
আমি দেখব আমার বন্ধুদের,তোমাকে দেখব
আমার সঙ্গে কবরে যাবে
শুধু আমার
এক অসমাপ্ত গানের বেদনা।

বিস্তারিত পড়ুন...

এখন সন্ধ্যা,
দিগন্তের শেষ আলো মিলিয়াছে আ‍‍‍‍ধারে
কুয়াশার চাদর জড়িয়ে গায়
রুক্ষ বসুধা মাখিছে শিশির আপন মমতায়
করিতে শিতল বিবস্ত্র হিয়ারে
এমনো দিনে বসিয়া নিভৃত গৃহ কোনে
যেন কার শাড়ির আচল পড়িতেছে মনে
আপন হৃদয়উষ্ণতার উৎস সন্ধানে
কাহারে?
কেউ নয় ! কেউ নয় ! শুধু তোমারে

বিস্তারিত পড়ুন...

আহবান !

Posted by মুক্তমানস | 3:59 PM | , | 0 মন্তব্য »

এসো হে নারী
তোমাতে অবগাহন করি
নিমগ্ন হব তব মাঝে
আপন অস্তিত্বের সন্ধানে।
সমুদ্র বিহারী ক্লান্ত প্রাণ
আমি তোমার কোমল মাটিতে
মিশে যেতে চাই আমার আমিতে
র্কষনে র্বষনে সিক্ত তোমার উত্ত্ত ভূমি
আশ্রয় দাও করুনা করে
আগামীর আমিকে।

বিস্তারিত পড়ুন...

ভালোবাসা মানে !

Posted by মুক্তমানস | 3:56 PM | | 0 মন্তব্য »

ভালোবাসা মানে
তোমার আমার রক্তে লেখা চিঠি
ভালোবাসা মানে
দুটি মনের অবুঝ প্রেম প্রীতি
ভালোবাসা মানে
জেগে থাকা নির্ঘুম সারারাত
ভালোবাসা মানে
নির্জনে বসে হাতে রাখা দুটি হাত
ভালোবাসা মানে
নিবিড় ছোয়ায় মুগ্ধ সারাটিক্ষন
ভালোবাসা মানে
শান্তিসুখের সুখের তোমার আমার জীবন
ভালোবাসা মানে
রাধার কানে শ্যামের বাশের বাঁশি
ভালোবাসা মানে
অভিমান ভেঙ্গে তোমার মুখের হাঁসি

বিস্তারিত পড়ুন...
সর্বমোট (2)12 পরের পাতা