আজ আকাশে চাঁদ ওঠেনি
অথচ-
নিত্য যে জগতে করি বিচরন
জোসনাস্নাত ঝলমলে একখানা আকাশ
আজও এই আমার একমাত্র কামনা।
সে আকাশের আজ কেন সাঁজ?
তবে কি শুক্লাপক্ষেও হয়েছে পরাজয়?
না না ওভাবে ভাবতে ভয় হয়
আমার ভীষন ভয় হয়
কিন্ত্ত একি হলো আজ?
তারার আচলে ঘোমটা টানা
উর্বশী অনন্ত্ম পূর্ণযৌবনা
তবে কি আজ তোমার দেখা পাবনা?
তোমাকে যে---
কিন্ত্ত-
আজ আকাশে চাঁদ ওঠেনি
নিয়ত তোমায় একটুখানি দেখবো বলে
আজো যেন এই বেচে থাকা
হে দেবী চন্দ্র, চাতকসম যন্ত্রনা
জানি তুমি পারবেনা
আমায় দিতে তুমি পারবে না
তবে কেন ও মুখ লুকিয়ে আধারে
এ সেচ্ছা অমাবস্যা বরন?
জানোনা কি পিয়াসা আমার চন্দ্রালোকের তরে
অথচ-
আজ চাঁদ ওঠেনি
কারণ-
আজ তোমার হাঁসি মুখখানি
আমার তৃষ্ণার্ত চোখ দেখেনি।

বিস্তারিত পড়ুন...