আমি এসেছিলাম

Posted by মুক্তমানস | 1:25 AM | | 0 মন্তব্য »


বহুদুর দিগন্তের পথ বেয়ে এসেছিলাম
আমি যবে এসেছিলাম তোমার ধরনীতে
পথক্লান্ত পথিকের মত পলকে ধরা দিতে
আমি এসেছিলাম আপন হয়ে আপন করে নিতে
ছিন্নবস্ত্রে উষ্ণতা খুজে শুন্যে বাহু তুলেছিলাম
আমি এসেছিলাম।
তীব্র মধুর চীৎকারে অজানা কোন স্বরে
আমি চাঁদকে, রাতকে, নির্ঘম পেঁচাকে বলেছিলাম
আমার আগমন বার্তা। আমি এসেছিলাম।
দু-চোখ জুড়ে শুন্য দৃষ্টি নিয়ে ব্যাকুল হয়ে
আমি বারে বারে না জেনে প্রতিবারে
একটি মুগ্ধদৃষ্টি চোখকে খুজেছিলাম
আমি এসেছিলাম।
বোধহীন এক বোধ নিয়ে অধীর হয়ে
স্বরহীন এক স্বরের প্রতিক্ষায় ছিলাম
আমি এসেছিলাম।
একলা ধরনীতে সঙ্গী হয়ে এসেছিলে
শুন্য মাঝে বাহু দুটি বাড়িয়ে দিলে
এখন দৃষ্টি শুধু তোমায় খোজে
স্বরহীনা তোমার স্বরের অর্থ বোঝে
এখন বুঝি, এমন চোখই খুজেছিলাম।
যেদিন- আমি এসেছিলাম।

বিস্তারিত পড়ুন...


প্রিয়তমা আমার
তেমার শেষ চিঠিতে
তুমি লিখেছ;
“মাথা আমার ব্যথায় টন্ টন্ করছে
দিশেহারা আমার হৃদয়”।

তুমি লিখেছ;
“যদি ওরা তেমাকে ফাঁসী দেয়
তেমাকে যদি হারাই
আমি বাঁচব না”।

তুমি বেঁচে থাকবে প্রিয়তমা বধু আমার
আমার স্মৃতি কালো ধোঁয়ার মত হাওয়ায় মিলিয়ে যাবে
তুমি বেঁচে থাকবে, আমার হৃদয়ের রক্তকেশী ভগিনী,
বিংশ শতাব্দীতে
মানুষের শোকের আয়ূ
বড় জোর এক বছর।

মৃত্যু..
দড়ির এক প্রান্তে দোদুল্যমান শবদেহ
আমার কাম্য নয় সেই মৃত্যু।
কিন্তু প্রিয়তমা আমার, তুমি জেনো
জল্লাদের লোমশ হাত
যদি আমার গলায়
ফাঁসীর দড়ি পরায়
নাজিমের নীল চোখে
ওরা বৃথাই খুঁজে ফিরবে ভয়।

অন্তিম ঊষার অস্ফুট আলোয়
আমি দেখব আমার বন্ধুদের,তোমাকে দেখব
আমার সঙ্গে কবরে যাবে
শুধু আমার
এক অসমাপ্ত গানের বেদনা।


বধু আমার
তুমি আমার কোমলপ্রাণ মৌমাছি
চোখ তোমার মধুর চেয়েও মিষ্টি।
কেন তোমাকে আমি লিখতে গেলাম
ওরা আমাকে ফাঁসী দিতে চায়
বিচার সবে মাত্র শুরু হয়েছে
আর মানুষের মুন্ডুটা তো বোঁটার ফুল নয়
যে ইচ্ছে করলেই ছিঁড়ে নেবে।

ভুলে যেও না
স্বামী যার জেলখানায়
তার মনে যেন সব সময় ফুর্তি থাকে

বাতাস আসে, বাতাস যায়
চেরির একই ডাল একই ঝড়ে
দুবার দোলে না।

গাছে গাছে পাখির কাকলি
পাখাগুলো উড়তে চায়।
জানলা বন্ধ,
টান মেরে খুলতে হবে।

আমি তোমাকে চাই, তোমার মত রমনীয় হোক জীবন
আমার বন্ধু, আমার প্রিয়তমার মতন।

আমি জানি, দুঃখের ডালি
আজও উজাড় হয়নি
কিন্তু একদিন হবে।


নতজানু হয়ে আমি চেয়ে আছি মাটির দিকে
উজ্জল নীল ফুলের মঞ্জরিত শাখার দিকে আমি তাকিয়ে
তুমি যেন মৃন্ময়ী বসন্ত, আমার প্রিয়তমা
আমি তোমর দিকে তাকিয়ে।

মাটিতে পিঠ রেখে আমি দেখি আকাশকে
তুমি মধুমাস, তুমি আকাশ
আমি তোমাকে দেখছি প্রিয়তমা।

রাত্রির অন্ধকারে,গ্রামদেশে শুকনো পাতায় আমি জ্বালিয়েছিলাম আগুন
আমি স্পর্শ করছি সেই আগুন
নক্ষত্রের নীচে জ্বালা অগ্নিকুন্ডের মত তুমি
আমার প্রিয়তমা, আমি তোমাকে স্পর্শ করছি।

আমি আছি মানুষের মাঝখানে,ভালবাসি মানুষকে
ভালবাসি আন্দোলন,
ভালবাসি চিন্তা করতে,
আমার সংগ্রামকে আমি ভালবাসি
আমার সংগ্রামের অন্তঃস্থলে মানুষের আসনে তুমি আসীন
প্রিয়তমা আমার, আমি তোমাকে ভালবাসি।

রাত এখন ন’টা
ঘন্টা বেজে গেছে গুমটিতে
সেলের দরোজা তালা বন্ধ হবে এক্ষুনি।

বেঁচে থাকায় অনেক আশা, প্রিয়তমা
তোমাকে ভালবাসার মতই একাগ্র বেঁচে থাকা।
কী মধুর, কী আশায় রঙ্গীন তোমার স্মৃতি..
কিন্তু আর আমি আশায় তুষ্ট নই,
আমি আর শুনতে চাই না গান।
এবার আমার নিজের গান আমি গাইব।

আমাদের ছেলেটা বিছানায় শয্যাগত
বাপ তার জেলখানায়
তোমার ভারাক্রান্ত মাথাটা ক্লান্ত হাতের ওপর এলানো
দুঃসময় থেকে সুসময়ে
মানুষ পৌঁছে দেবে মানুষকে
আমাদের ছেলেটা নিরাময় হয়ে উঠবে
তার বাপ খালাস পাবে জেল থেকে
তোমার সোনালী চোখে উপচে পড়বে হাসি
আমার আর আমাদের এই পৃথিবী একই সুচাগ্রে দাঁড়িয়ে !

যে সমুদ্র সব থেকে সুন্দর
তা আজও আমরা দেখিনি।
সব থেকে সুন্দর শিশু
আজও বেড়ে ওঠে নি
আমাদের সব থেকে সুন্দর দিনগুলো
আজও আমরা পাইনি।
মধুরতম যেকথা আমি বলতে চাই।
সে কথা আজও আমি বলিনি।

কাল রাত্রে তোমাকে আমি স্বপ্ন দেখলাম
মাথা উঁচু করে
ধুসর চোখে তুমি চেয়ে আছো আমার দিকে
তোমার আদ্র ওষ্ঠাধর কম্পমান
কিন্তু তোমার কণ্ঠস্বর শুনতে পেলাম না।

কৃষ্ণপক্ষ রাত্রে কোথাও আনন্দ সংবাদের
মত ঘড়ির টিক্ টিক্ আওয়াজ
বাতাসে গুন্ গুন্ করছে মহাকাল
আমার ক্যানারীর লাল খাঁচায়
গানের একটি কলি,
লাঙ্গল-চষা ভূঁইতে
মাটির বুক ফুঁড়ে উদগত অঙ্কুরের দুরন্ত কলরব
আর এক মহিমান্বিত জনতার বজ্রকণ্ঠে উচ্চারিত ন্যায্য অধিকার
তোমার আদ্র ওষ্ঠাধর কম্পমান
কিন্তু তোমার কণ্ঠস্বর শুনতে পেলাম না।

আশাভঙ্গে অভিশাপ নিয়ে জেগে উঠলাম।
ঘুমিয়ে পড়েছিলাম বইতে মুখ রেখে।
অতগুলো কণ্ঠস্বরের মধ্যে
তোমার স্বরও কি আমি শুনতে পাই নি ?

আমি জেলে আসবার সময়
যে সন্তানেরা জননীর গর্ভে ছিলো
আজ তারা দশ বছরের বালক।
আমি জেলে যাবার পর
আগের চেয়ে অনেক উজ্জ্বল হয়েছে দিন।
আর অন্ধকারের কিনার থেকে ফুটপাতে
তাদের ভারী হাতে ভর দিয়ে তারা অর্ধেক উঠে দাঁড়িয়েছে
আমি জেলে যাবার পর
সূর্যকে দশবার প্রদক্ষীন করেছে পৃথিবী।

আর আমি বারংবার সেই একই কথা বলছি
জেলখানায় কাটানো দশটা বছর যা লিখেছি
সব তাদেরই জন্যে, তাদেরই জন্যে
যারা যারা মাটির পিঁপড়ের মত,
সমুদ্রের মাছের মত, আকাশের পাখির মত অগনিত।
যারা ভীরু, যারা বীর, যারা নিরক্ষর
যারা শিক্ষিত, যারা শিশুর মত সরল
যারা ধংশ করে, যারা সৃষ্টি করে…

কেবল, কেবল তাদেরই জীবন বৃত্তান্ত মূখর আমার গানে।
আর যা কিছু; ধরো আমার জেলের দশটা বছর,
শধুমাত্র, শুধুমাত্র কথার কথা।

আমার ব্লগের বাউল গুরুর পোষ্ট কপি করা
মূল পোষ্ট এখানে

বিস্তারিত পড়ুন...

এখন সন্ধ্যা,
দিগন্তের শেষ আলো মিলিয়াছে আ‍‍‍‍ধারে
কুয়াশার চাদর জড়িয়ে গায়
রুক্ষ বসুধা মাখিছে শিশির আপন মমতায়
করিতে শিতল বিবস্ত্র হিয়ারে
এমনো দিনে বসিয়া নিভৃত গৃহ কোনে
যেন কার শাড়ির আচল পড়িতেছে মনে
আপন হৃদয়উষ্ণতার উৎস সন্ধানে
কাহারে?
কেউ নয় ! কেউ নয় ! শুধু তোমারে
সে কোন অসীম সুদুরে বসি তুমি
আধো আলো ছায়া ঢাকা নমনীয় স্বপ্নভূমি
হেথা নিসঙ্গ নিরালায় চক্রেপিষ্ঠ বেদনায়
নিষিদ্ধ স্বপ্ন পতনের দিন গুনি
স্বপ্নকে মুঠিতে ধরে তোমাকে আপন করে
নতুন দিনের অনাগত যুগল স্বপ্ন বুনি
কোন এক জোসনাস্নাত বৃষ্টির রাতে তুমি আর আমি

বিস্তারিত পড়ুন...

আহবান !

Posted by মুক্তমানস | 3:59 PM | , | 0 মন্তব্য »

এসো হে নারী
তোমাতে অবগাহন করি
নিমগ্ন হব তব মাঝে
আপন অস্তিত্বের সন্ধানে।
সমুদ্র বিহারী ক্লান্ত প্রাণ
আমি তোমার কোমল মাটিতে
মিশে যেতে চাই আমার আমিতে
র্কষনে র্বষনে সিক্ত তোমার উত্ত্ত ভূমি
আশ্রয় দাও করুনা করে
আগামীর আমিকে।

বিস্তারিত পড়ুন...

ভালোবাসা মানে !

Posted by মুক্তমানস | 3:56 PM | | 0 মন্তব্য »

ভালোবাসা মানে
তোমার আমার রক্তে লেখা চিঠি
ভালোবাসা মানে
দুটি মনের অবুঝ প্রেম প্রীতি
ভালোবাসা মানে
জেগে থাকা নির্ঘুম সারারাত
ভালোবাসা মানে
নির্জনে বসে হাতে রাখা দুটি হাত
ভালোবাসা মানে
নিবিড় ছোয়ায় মুগ্ধ সারাটিক্ষন
ভালোবাসা মানে
শান্তিসুখের সুখের তোমার আমার জীবন
ভালোবাসা মানে
রাধার কানে শ্যামের বাশের বাঁশি
ভালোবাসা মানে
অভিমান ভেঙ্গে তোমার মুখের হাঁসি
ভালোবাসা মানে
তোমার মুগ্ধ সলাজ দু-নয়ন
ভালোবাসা মানে
তোমার দুষ্টু ঠোটের উষ্ণ চুম্বন
ভালোবাসা মানে
র্নিজন রাতে পাশাপাশি বসে এক আকাশ তারা গোনা
ভালোবাসা মানে
তোমার বুকে মাথা রেখে স্বপ্নের জাল বোনা
ভালোবাসা মানে
অচেনা চেনাকে তুমি বলে কাছে ডাকা
ভালোবাসা মানে
আগামীর ক্যানভাসে রঙ্গীন ছবি আকা
ভালোবাসা মানে
একাকি দীর্ঘ পথে তোমার পাশে চলা
ভালোবাসা মানে
মনের যত না বলা কথা বলা
ভালোবাসা মানে
তোমার কপালের টিপে সূর্যের অস্ত যাওয়া
ভালোবাসা মানে
দুজনে মিলে প্রেমের তরী বাওয়া
ভালোবাসা মানে
পূর্ণ হৃদয়ের নিরব কিছু ভাষা
ভালোবাসা মানে
ভালোবাসা।

বিস্তারিত পড়ুন...