বহুদুর দিগন্তের পথ বেয়ে এসেছিলাম
আমি যবে এসেছিলাম তোমার ধরনীতে
পথক্লান্ত পথিকের মত পলকে ধরা দিতে
আমি এসেছিলাম আপন হয়ে আপন করে নিতে
ছিন্নবস্ত্রে উষ্ণতা খুজে শুন্যে বাহু তুলেছিলাম
আমি এসেছিলাম।
তীব্র মধুর চীৎকারে অজানা কোন স্বরে
আমি চাঁদকে, রাতকে, নির্ঘম পেঁচাকে বলেছিলাম
আমার আগমন বার্তা। আমি এসেছিলাম।
দু-চোখ জুড়ে শুন্য দৃষ্টি নিয়ে ব্যাকুল হয়ে
আমি বারে বারে না জেনে প্রতিবারে
একটি মুগ্ধদৃষ্টি চোখকে খুজেছিলাম
আমি এসেছিলাম।
বোধহীন এক বোধ নিয়ে অধীর হয়ে
স্বরহীন এক স্বরের প্রতিক্ষায় ছিলাম
আমি এসেছিলাম।
একলা ধরনীতে সঙ্গী হয়ে এসেছিলে
শুন্য মাঝে বাহু দুটি বাড়িয়ে দিলে
এখন দৃষ্টি শুধু তোমায় খোজে
স্বরহীনা তোমার স্বরের অর্থ বোঝে
এখন বুঝি, এমন চোখই খুজেছিলাম।
যেদিন- আমি এসেছিলাম।
প্রায় সাড়ে বেয়াল্লিশ বছর বয়সে এসে মানুষ জমি কিনে, ফ্ল্যাট বুকিং দেয়, গাড়ির
ইন্সটলমেন্ট দেয়, দুইতিনটা এফডিআর ফিক্সড ডিপোজিট করে, হার্টে রিঙ বসায়, একটা
বা ...
4 months ago